সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, তাঁর স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্য এবং রাজশাহী–৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনসুর রহমান বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, স্বপন ভট্টাচার্য্য অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তাঁর নিজ নামে ১৯টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৩৩৪ টাকা জমা হয়েছে। সেখান থেকে ৪০ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ৫৯৪ টাকা তুলে নেওয়া হয়েছে। এই অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করে টাকা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন।

আক্তার হোসেন আরও বলেন, তন্দ্রা ভট্টচার্য্য ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাঁর নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১০ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকা জমা ও মোট ৭ কোটি ৫০ লাখ ৭৭ হাজার ৬৪৯ টাকা তুলে নেওয়া হয়েছে।

এদিকে রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনসুর রহমান বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আজ দুদকের রাজশাহী সমম্বিত জেলা কার্যালয় রাজশাহীতে সংস্থাটির সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ৩ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।