সারা দেশে কমিটি গঠনের লক্ষ্যে এগিয়ে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের কমিটি গঠন করেছে। এটি জেলা পর্যায়ে তাদের দ্বিতীয় আহ্বায়ক কমিটি। এর আগে গত শনিবার কুষ্টিয়া জেলায় ১১১ সদস্যের কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে চুয়াডাঙ্গা জেলার ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিতে আসলাম হোসেনকে আহ্বায়ক, সাফফাতুল ইসলামকে সদস্যসচিব, সজীবুল ইসলামকে মুখ্য সংগঠক ও তামান্না খাতুনকে মুখপাত্র করা হয়েছে৷ এ ছাড়া ৮ জনকে যুগ্ম আহ্বায়ক, ৯ জনকে যুগ্ম সদস্যসচিব, ৫ জনকে সংগঠক ও ৭৫ জনকে সদস্য করা হয়েছে।