প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিসরের রাজধানী কায়রোতে পৌঁছানোর পর তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিসরের রাজধানী কায়রোতে পৌঁছানোর পর তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়

কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে মিসরের রাজধানী কায়রোতে গিয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিসরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

মিসর আয়োজিত ডি–৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, পাকিস্তান, তুরস্কসহ আটটি উন্নয়নশীল দেশের শীর্ষ নেতারা একত্র হচ্ছেন।

কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস ্মও সরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি ও সংক্ষিপ্ত বৈঠক করেন

১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্যদেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে। এর প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতিতে সদস্যরাষ্ট্রগুলোর অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং সদস্যদেশগুলোর জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি।

এদিকে বাসসের খবরে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আল-আজহার আল শরিফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূস ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ ডি-৮ সদস্যভুক্ত কয়েকটি রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।