জালাল আহমেদ
জালাল আহমেদ

বিইআরসির নতুন চেয়ারম্যান জালাল আহমেদ

বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হলেন সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ। আগামী তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আজ বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি চাকরি থেকে অবসরের আগে তিনি বিভিন্ন দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিসিএস স্পেশাল ব্যাচের (১৯৮৪) এই কর্মকর্তা।

গত মঙ্গলবার বিইআরসির কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন সাবেক চেয়ারম্যান মো. নূরুল আমিন। তিন বছরের চুক্তিতে গত বছরের মার্চে বিইআরসিতে নিয়োগ পেয়েছিলেন সাবেক এই জ্যেষ্ঠ সচিব।