গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা–কর্মীরা আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা–কর্মীরা আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন

২০ রোজার মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের দাবি

২০ রোজার মধ্যে পোশাকশ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। পাশাপাশি তারা ঈদের ছুটির আগে মার্চ মাসের বেতন পরিশোধের দাবিও জানিয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা এ দাবিগুলো জানান।

এই সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শতাধিক পোশাকশ্রমিক জীবন উৎসর্গ করেছেন। বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ হারে শ্রমিকের মজুরি বৃদ্ধি না করা, সঠিক সময়ে শ্রমিকের বেতন–ঈদ বোনাস প্রদান না করা হবে গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

সমাবেশে এই সংগঠনের সহসভাপতি জলি তালুকদার অবিলম্বে কারখানাভিত্তিক রেশনব্যবস্থা চালুর দাবি জানান। জলি তালুকদার বলেন, শ্রমিকের জীবনের সংকটকে আড়াল করে রাখার কোনো সংক্ষিপ্ত পথ নেই। শ্রমিকের দাবির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজা পুরোনো স্বৈরাচারী অপকৌশল। সরকারকে দায়িত্ববোধ থেকে শ্রমিকের সমস্যার সুরাহা করতে হবে।

গাজীপুর ছাড়াও আশুলিয়া, নারায়ণগঞ্জ, উত্তরার বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে বলে উল্লেখ করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। সমাবেশে তিনি বলেন, কোনো কোনো কারখানায় তিন-চার মাসের বেতনও বকেয়া রয়েছে। সেসব মালিকপক্ষ মিথ্যা কারণ দেখিয়ে শ্রমিক ছাঁটাই করছে। কোনোরকম পাওনা পরিশোধ করছে না। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো সক্রিয় কোনো উদ্যোগ গ্রহণ করছে না।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান সমাবেশ সঞ্চালনা করেন। এ সময় আরও বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জিয়াউল কবির, সম্পাদকমণ্ডলীর সদস্য দুলাল সাহা, আবদুস সালাম, আজিজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শাহিন আলম প্রমুখ।

সমাবেশ শেষে তাঁরা একটি মিছিল বের করেন, যা তোপখানা সড়ক হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।