বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৩-২৪ অর্থবছরে আয় করেছে ১০ হাজার ৫৭৫ কোটি টাকা। এতে তাদের মুনাফা হয়েছে ২৮২ কোটি টাকা। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়।
আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বিমানের আয় ৯ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে এই অর্থবছরে বিমান ১ হাজার ৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে। তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স বাদ দিয়ে নিট মুনাফা দাঁড়িয়েছে ২৮২ কোটি টাকা।
ডলারের মূল্যবৃদ্ধি নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এ নিয়ে কোভিড মহামারির পর টানা চতুর্থবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৩-২৪ অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে। এটি আগের অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো (পণ্য) পরিবহন করে ৬৩৭ কোটি টাকা আয় করেছে। এটি পূর্ববর্তী বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ লাখ ৫০ হাজার ২২২ মেট্রিক টন পণ্য আনা-নেওয়া করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৩৩ দশমিক ১ শতাংশ বেশি।