সড়কে মিনি ট্রাক উল্টে গাড়ির ভেতরে প্রাণ হারান চালক। আজ সকালে চট্টগ্রামের বোয়ালখালী-কানুনগোপাড়া-শ্রীপুর সড়কে
সড়কে মিনি ট্রাক উল্টে গাড়ির ভেতরে প্রাণ হারান চালক। আজ সকালে চট্টগ্রামের বোয়ালখালী-কানুনগোপাড়া-শ্রীপুর সড়কে

খাদে পড়ে নিজের গাড়ির ভেতরেই মিনি ট্রাকচালকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি খালি মিনিট্রাক (ডাম্পার) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এ সময় ট্রাকের ভেতর চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান চালক আজিজুর রহমান (৩৮)। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বোয়ালখালী-কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সংযুক্ত সড়কে একটি ডেইরি ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

আজিজুর রহমান পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশাখাইন গ্রামের সফি সওদাগরের ছেলে। আজিজুর রহমানের চাচা ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাসুদ রানা বলেন, ফজরের নামাজ পড়ে আজিজুর রহমান নিজের মিনিট্রাক (ডাম্পার) চালিয়ে বোয়ালখালী শ্রীপুর এলাকায় কর্ণফুলী খাল থেকে বালু আনতে যান।

সকালে বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হওয়ার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের জমিতে পড়ে যায়। এ সময় তিনি ট্রাকের ভেতরে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে আসেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।