ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ করেছেন একই বিভাগের এক ছাত্রী। ওই শিক্ষকের ‘কৃতকর্মের’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী ছাত্রী।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ওই ছাত্রী শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে সন্ধ্যায় টিএসসি এলাকায় প্রতিবাদ সভা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।
লিখিত অভিযোগে অভিযোগকারী ছাত্রী বলেছেন, ২০২২ সালের বিভিন্ন সময়ে একাডেমিক বিষয় নিয়ে কথাবার্তার এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষক তাঁকে তাঁর সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ করার প্রস্তাব দেন। তাঁর নানা বিব্রতকর ও অপ্রীতিকর কথায় আগ্রহ না দেখালে ওই বছরের ১৬ ডিসেম্বর তিনি (শিক্ষক) রাগ করে তাঁকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন। এক মাস পর আবার নিজে থেকেই যোগাযোগ করে খোঁজ নেন। এর কিছুদিন পর থেকে তিনি হঠাৎ যোগাযোগ বাড়িয়ে দেন। এ সময় তিনি অন্তরঙ্গ বিষয় নিয়ে অনেক কথা বলতে চাইতেন, তাঁর শারীরিক অবয়র সম্পর্কে নোংরা মন্তব্য করতেন।
ওই শিক্ষক বিভাগের সিসিটিভি ফুটেজ থেকে তাঁকে নজরদারি করতেন বলে অভিযোগে দাবি করেন অভিযোগকারী ছাত্রী।
অভিযোগে ছাত্রী বলেন, ‘গত বছরের ডিসেম্বরে জন্মদিন উপলক্ষে তাঁর বাসায় গেলে অভিযুক্ত শিক্ষক কাছাকাছি হওয়ার চেষ্টা করেন। গত দেড় বছর আমি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি।’
রোববার ওই ছাত্রী উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন প্রক্টর মাকসুদুর রহমান। প্রক্টর প্রথম আলোকে বলেন, উপাচার্য এ বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে শনিবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিক কল করেও সাড়া মেলেনি।