সংসদীয় কমিটির বৈঠকে তথ্য

বিমানের আন্তর্জাতিক ২১টি গন্তব্যের মধ্যে লাভজনক ১১টি

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক গন্তব্যের ২১টির মধ্যে এখন লাভজনক ১১টি। বাকিগুলোর মধ্যে ছয়টি গন্তব্যে অপারেশনাল (পরিচালন) খাত এখন অলাভজনক। আর চারটি গন্তব্যের অপারেশনাল খাত লাভজনক করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

প্রতিবেদনের তথ্য অনুযাযী, ঢাকা থেকে বিমানের লাভজনক গন্তব্যগুলো হচ্ছে লন্ডন (যুক্তরাজ্য), টরন্টো (কানাডা), দুবাই (সংযুক্ত আরব আমিরাত), জেদ্দা (সৌদি আরব), মদিনা (সৌদি আরব), রিয়াদ (সৌদি আরব), দাম্মাম (সৌদি আরব), ব্যাংকক (থাইল্যান্ড), কাঠমান্ডু (নেপাল), কুয়ালালামপুর (মালয়েশিয়া) ও সিঙ্গাপুর। ঢাকা থেকে বিমানের অলাভজনক গন্তব্যগুলো হলো ম্যানচেস্টার (যুক্তরাজ্য), কুয়েত, দিল্লি (ভারত), কলকাতা (ভারত), গুয়াংজু (চীন) ও নারিতা (জাপান)।

এর বাইরে ঢাকা থেকে বিমানের চারটি রুট (গন্তব্য) লাভজনক করার চেষ্টা চলছে। সেগুলো হলো আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), মাসকাট (ওমান), দোহা (কাতার) ও শারজা (সংযুক্ত আরব আমিরাত)।

সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, বিমানকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন-টাইম পারফরম্যান্স (নির্ধারিত সময়ে ফ্লাইট ছাড়া), যাত্রীপ্রতি

রাজস্ব বাড়ানো ও ব্যয় সংকোচনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বোয়িং কোম্পানি থেকে নেওয়া

নতুন উড়োজাহাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। যাত্রীসেবার মানে দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

এ ছাড়া যাত্রী পরিবহনে সক্ষমতা বাড়ানো, ভাড়ার সঙ্গে এক্সেস ব্যাগেজ ওয়েট (যাত্রীর সঙ্গে থাকা অতিরিক্ত মালামালের মাশুল) সমন্বয় করে লোড পেনাল্টি (অতিরিক্ত মালামালের জরিমানা) পরিহারের প্রক্রিয়া চলছে বলেও প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, মালে (মালদ্বীপ), কুনমিং (চীন), সিডনি (অস্ট্রেলিয়া), জাকার্তা (ইন্দোনেশিয়া), সিউল (দক্ষিণ কোরিয়া), উহান (চীন) ও বাহরাইনে নতুন রুট চালু করা এবং নিউইয়র্কে আবার ফ্লাইট পরিচালনার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম-যশোর-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম, ঢাকা-যশোর-কক্সবাজার-যশোর-ঢাকা এবং ঢাকা-বরিশাল–কক্সবাজার-বরিশাল-ঢাকা গন্তব্যে নতুন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, আশেক উল্লাহ রফিক, শেখ তন্ময়, মাহমুদ হাসান ও মো. খসরু চৌধুরী।

বৈঠকের বিষয়ে সংসদীয় কমিটির সদস্য মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে বিমানের সব কটি গন্তব্য লাভজনক করা এবং বিমানকে সব দিক থেকে আন্তর্জাতিক মানের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিটি।