বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে করা একটি মামলায় একসঙ্গে আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মী জামিন পেয়েছেন। আজ বুধবার বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।
১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলায় ৬৮ জনকে আসামি করা হয়। আসামিরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
আদালত সূত্রে জানা গেছে, মামলার পর থেকে পলাতক থাকা ৪৮ আসামি আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের জামিন দিয়েছেন। এর আগে এই মামলার আরও ছয়জনকে জামিন দিয়েছিলেন আদালত। তাঁদের মধ্যে তিনজনকে মামলার পরপর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
আসামিদের আইনজীবী ইকবাল করিম বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ও প্রমাণ নেই। বিষয়টি শুনানিতে তুলে ধরা হয়েছে। আদালত শুনানি শেষে ৪৮ আসামিকে জামিন দিয়েছেন। তাঁদের প্রত্যেককে ১৫ দিন পরপর আদালতে হাজির হওয়ার শর্ত দেওয়া হয়েছে।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ ৪৮ জনের জামিন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজাহারে নামোল্লেখ করা ৬৮ আসামির মধ্যে এ পর্যন্ত ৫৪ জনের জামিন হয়েছে।