বিএনপির সমাবেশস্থল নিয়ে দ্বন্দ্ব আগামীকালই কেটে যাবে: পুলিশ কর্মকর্তা হারুন

সমাবেশের স্থান নিয়ে মতৈক্যে পৌঁছাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীতে বিএনপির সমাবেশস্থল নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা আগামীকালই কেটে যাবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে গিয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধিদল। প্রায় দুই ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন বিএনপি নেতারা।

বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অপর দিকে ডিএমপি কমিশনার তাঁদের মিরপুর বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন। এখন দুটি মাঠই তাঁরা পরিদর্শন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরিস্থিতি সম্পর্কে জানাবেন।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

বিএনপি নেতাদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদও উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি নেতারা কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছেন। তাঁরা মিরপুরের কালশীতে যেতে রাজি নন। তবে মিরপুরের বাঙলা কলেজ মাঠ নিয়ে আপত্তি করেনিন তাঁরা।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ‘এই দুটি স্থানে সমাবেশ করা যায় কি না, সেটি আমরা ভেবে দেখব। বিষয়টি বিএনপিও ভেবে দেখবে বলে তাঁরা (দলটির নেতারা) জানিয়েছেন।’

হারুন অর রশীদ আরও বলেন, কমলাপুর ও মিরপুরের মধ্য থেকে যাচাই-বাছাই করে সমাবেশের জন্য একটি স্থান নির্ধারণ করা হবে। তিনি বলেন, জনদুর্ভোগ যাতে না হয়, সে জন্য পুলিশের পক্ষ থেকে বিএনপিকে মাঠ দিতে চাওয়া হয়েছে। তারাও (বিএনপি) রাজি হয়েছে।  

আগামীকাল সকালে ডিএমপির একটি প্রতিনিধিদল সম্ভাব্য দুটি সমাবেশস্থল দেখতে যাবে জানিয়ে হারুন বলেন, বিএনপির সমাবেশস্থল নিয়ে দ্বন্দ্ব আগামীকালই কেটে যাবে।