সংঘাত-সংঘর্ষ পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মানবাধিকার সংগঠনটি গণভবন ও সংসদ ভবনে হামলা, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ, ধর্মীয় উপাসনালয় ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব মানুষের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে আসক। আজ সোমবার এক বিবৃতিতে সংগঠনটি এসব নিন্দা ও আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর গণভবন, সংসদ ভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও লুটপাট চালানো হয়েছে। বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে কেউ কেউ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে—এমন চিত্রও বের হয়েছে।
ইতিমধ্যে প্রধান বিচারপতির বাড়িতে হামলার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে থানা, সাবেক সংসদ সদস্যদের বাড়ি, প্রশাসনিক ভবন, কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বিশেষত দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের উপাসনালয় ভাঙচুরের তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি গণমাধ্যমপ্রতিষ্ঠান বিশেষত ইলেকট্রনিক মিডিয়ায় হামলা ও গণমাধ্যমকর্মীদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ পাওয়া যাচ্ছে।
সব ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে আসকের বিবৃতিতে বলা হয়, সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্যশীল আচরণের জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায়, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি।