জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

বৈদেশিক অনুদানে ২ হাজার ৬১২টি এনজিও চলছে

বর্তমানে দেশে বৈদেশিক অনুদানে পরিচালিত বেসরকারি সংস্থার (এনজিও) সংখ্যা ২ হাজার ৬১২। এর মধ্যে বিদেশি সংস্থা ২৬৮টি ও দেশি সংস্থা ২ হাজার ৩৪৪টি।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খানের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ঢাকা শহরে পানির কোনো ঘাটতি নেই। বর্তমানে ঢাকা শহরের পানির দৈনিক চাহিদা ২৬৫-২৭০ কোটি লিটার। চাহিদার তুলনায় পানির উৎপাদনক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার। গ্রীষ্ম মৌসুমে পানির বাড়তি চাহিদা মেটাতে শহরের বিভিন্ন স্থানে গভীর নলকূপ স্থাপন (প্রয়োজনের সময় ব্যবহার হয়) করা হয়েছে।

সংসদ সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায় পানির জলাধারগুলো ক্রমেই বিলীন হওয়ার পথে। রাজধানীতে পানির উৎস বাড়ানোয় লক্ষ্যে খালগুলো সংস্কার ও অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম চলমান।

স্বতন্ত্র সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরের বিভিন্ন খাল এবং নালা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ কার্যক্রম চলমান আছে।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের বৃষ্টির পানির সুষ্ঠু প্রবাহের জন্য খাল, নালা, জলাশয় (জিরানী খাল, মান্ডা খাল, সেগুনবাগিচা-আরামবাগ খাল, গোড়ান-বাসাবো খাল, শ্যামপুর খাল ও কালুনগর খাল) এবং বক্সকালভার্টগুলোয় (সেগুনবাগিচা, পান্থপথ ও পরীবাগ) জমে থাকা ময়লা–আবর্জনা পরিষ্কার করার কাজ চলছে।

স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল কাদের আজাদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭০ লাখ ৮৪ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে। গত অর্থবছরে ১ লাখ ৬১ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে ৩ লাখ ৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।