রাজধানীর ধানমন্ডি থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব
রাজধানীর ধানমন্ডি থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ফেনীর সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহ ধানমন্ডিতে গ্রেপ্তার

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আজ শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ফেনী সদর মডেল থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধানমন্ডির বাসা থেকে রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সাংবাদিকদের কাছে র‍্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজীতে টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি হাজি রহিম উল্লাহ। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর পর থেকে এখন পর্যন্ত বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।