ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে এর নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনৈতিক দলের কর্মীদের ওপর সরকারের দমন–পীড়ন, নির্যাতন মাত্রা ছাড়িয়েছে।
ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক বলেছে, রংপুরে যমুনা টেলিভিশনের রিপোর্টার মাজাহারুল মান্নান, রংপুর সিটি করপোরেশনের সাবেক দুজন কাউন্সিলর শফিউল ইসলাম ও নুর মোহাম্মদ, প্রতিদিনের বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা রহিম শুভ, চাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ অনেকের বিরুদ্ধেই সাম্প্রতিক সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা হয়েছে। আইনের দুটি মামলায় প্রায় আট মাস ধরে কারাগারে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।
সংগঠনের সদস্যসচিব প্রীতম দাশের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টা হয়েছে। এর আগে প্রথম আলোর সাংবাদিককে নিজ বাড়ি থেকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। কিছুদিন আগে একটি জাতীয় দৈনিক বন্ধ করে দেওয়া হয়েছে।
এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ও নিন্দা জানিয়ে ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্কের পক্ষ থেকে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব ‘নিপীড়নমূলক’ আইন বাতিলের দাবি জানানো হয়েছে বিবৃতিতে।