৬ কোটি টাকার স্বর্ণ জব্দের মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে প্রায় ছয় কোটি টাকার স্বর্ণ জব্দের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেসা এ রায় দেন।

চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেন। আসামিরা হলেন জাকির হোসেন, মো. জহির ও মো. ফারুক। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ জুন নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় গোপনে খবর পেয়ে একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে গাড়িটিসহ তিনজনকে বায়েজিদ থানায় নেওয়া হয়। তল্লাশি চালিয়ে গাড়ির তেলের ট্যাংকের ভেতর থেকে পুলিশ ছয় কোটি টাকার স্বর্ণ জব্দ করে।

স্বর্ণগুলো পাচারের জন্য ঢাকা নিয়ে যাচ্ছিলেন বলে আসামিরা পুলিশের কাছে স্বীকার করেন। এ ঘটনায় ২০১৫ সালেই বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৬ সালের ১৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৫ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন।