চট্টগ্রামে বিস্ফোরক উদ্ধার ও ভাঙচুরের মামলায় বিএনপি–জামায়াতের ৪৬ নেতা–কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শামসুল আরেফিন শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আসামিরা নির্দোষ দাবি করে মামলা থেকে তাঁদের অব্যাহতির আবেদন করা হয়। এ সময় অব্যাহতির বিরোধিতা করে অভিযোগ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
উল্লেখযোগ্য আসামিরা হলেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, বায়েজিদ বোস্তামী থানা জামায়াতে ইসলামীর সাবেক আমির ইসমাইল হোসেন সিরাজী ও নগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন।
মামলা সূত্র জানায়, ২০১৮ সালের ১৪ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ টেক্সটাইল এলাকায় রাতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি–জামায়াত। পুলিশের করা মামলা ও অভিযোগপত্রে বলা হয়, ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে জনমনে ভীতি সৃষ্টি করা হয়। মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করা হলেও তদন্ত শেষে পুলিশ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।