সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

আলোচিত সেলিম প্রধান আপাতত প্রতীক বরাদ্দ পাচ্ছেন না 

 নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের প্রার্থিতা বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত তিনি প্রতীক বরাদ্দ পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

 হাইকোর্টের এক আদেশে সেলিম প্রধানের চেয়ারম্যান পদে নির্বাচনের পথ খোলে। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন উপজেলা পরিষদটির নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া অপর এক প্রার্থী। আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত এ বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে চেম্বার আদালতে আবেদনটি শুনানির জন্য ৫ মে নির্ধারণ করেছেন আদালত। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২১ মে ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে। 

নথিপত্র থেকে জানা যায়, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে (দুর্নীতির মামলা) দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়া এবং মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হওয়ার দিক উল্লেখ করে গত ২৩ এপ্রিল সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে সেলিম প্রধান আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন, যা গত ২৮ এপ্রিল নামঞ্জুর হয়।

 আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে সেলিম প্রধান হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৩০ এপ্রিল রুল দিয়ে হাইকোর্ট আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করতে ও তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। ফলে সেলিম প্রধানের নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে। 

 হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান আপিল বিভাগে আবেদন করেন, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। 

আদালতে হাবিবুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান, সঙ্গে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। আর সেলিম প্রধানের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড এ বি এম শামসুল আলম শুনানিতে সময়ের আরজি জানান।

 পরে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মামলায় সেলিম প্রধান দণ্ডিত, যে কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না—এমন যুক্তিতে আবেদনটি করা হয়। চেম্বার আদালত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সেলিম প্রধানের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। আজ প্রতীক বরাদ্দের দিন ছিল। স্থিতাবস্থার আদেশের ফলে তিনি প্রতীক বরাদ্দ পাবেন না। চেম্বার আদালতে ৫ মে আবেদনের ওপর শুনানি হবে।