বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ গত শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়ায় দর্শক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ দাউদ আকবানি পার্ক উন্মুক্ত করার ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের উপহাইকমিশনার ম্যাট ক্যানেল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে এসিএস টেক্সটাইলের মালিকানায় পরিচালিত মানা বে দর্শনার্থীদের অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে ও আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পটিকে বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে স্বনামধন্য রাইড সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইটওয়াটার।
এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওভাইস আকবানি, সাশিন হাসান ও চেয়ারম্যান মাসুদ দাউদ আকবানি, যাঁদের দূরদর্শী নেতৃত্ব এসিএস টেক্সটাইলকে পোশাক শিল্পখাতের শীর্ষ পর্যায়ে উন্নীত করেছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার প্রবেশ করেছে অ্যাকোয়া অ্যাডভেঞ্চারের জগতে।
প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত পার্কটিতে সব বয়সী মানুষের জন্য বৈচিত্র্যময় আয়োজন রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তিনটি ওয়াটার স্লাইড ট্যুর, একটি ওয়েভ পুল, ফ্লোরাইডার® ডাবল, বাচ্চাদের জন্য একটি আলাদা জোন, একটি কৃত্রিম নদীসহ নানা সুবিধা। পার্কটির বৈচিত্র্যময় ফিচারগুলো সম্পর্কে আরও বিশদ জানতে ভিজিট করুন https://www.manabay.com/
উদ্বোধন অনুষ্ঠানে মানা বে–এর স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানি বলেন, মানা বে–এর লক্ষ্য হলো ওয়াটার পার্কের চেয়েও বেশি কিছু হয়ে ওঠা। এটি এমন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান হতে চায়, যেখানে সবাই একই সঙ্গে কাজ, খেলাধুলা ও জীবনের উচ্ছ্বাস নিয়ে বাঁচতে পারে।