টিভি কিনুন দাম জেনে

দুয়ারে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপ। ঘরের টিভিটি বেশ পুরোনো। বছরের শুরুতেই পরিকল্পনা করে রেখেছেন, এবারের বিশ্বকাপ ঘরের সবাই মিলে বড় পর্দায়, নতুন টিভিতে দেখবেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে এবার টিভি কেনার পালা। কিন্তু কোন টিভি কিনবেন, সেটা বাজেটের মধ্যে থাকবে কি না—এমন চিন্তার শেষ নেই। টিভি কেনার আগে বাজার ঘুরে যাচাই–বাছাই করে কেনাই ভালো। তবে দামের বিষয়ে প্রাথমিক ধারণা থাকলে পছন্দের ব্র্যান্ডটির টিভি কিনতে সুবিধা হবে।

সিঙ্গার

সিঙ্গারের ২৪ ইঞ্চি এলইডি টিভির দাম ১১ হাজার টাকা। ২২ ইঞ্চি এইচডি এলইডি টিভি ১০ হাজার ৪০০ টাকা, ৩২ ইঞ্চি এলইডি টিভি ২২ হাজার ৯০০ টাকা, ২৮ ইঞ্চি এলইডি টিভি ২১ হাজার ৬৫০ টাকা। ২৮ ইঞ্চি এলইডির আরেকটি মডেল ১৮ হাজার ৫০০ টাকা এবং ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম বর্তমানে ২২ হাজার ৯০০ টাকা।

এলজি

বাজারে এলজি ৪৪ ইঞ্চি এলইডি ৫০ হাজার ১৬০ টাকা, ৩২ ইঞ্চি ২৫ হাজার ২৮০, ৩২ ইঞ্চি এলইডি ২৮ হাজার ২৮০ টাকা, ৩২ ইঞ্চি থ্রিডি ২২ হাজার টাকা এবং ৩২ স্মার্ট এলইডি ২৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ট্রান্সটেক

অনেকের পছন্দের শীর্ষে রয়েছে ট্রান্সটেক ব্র্যান্ডের টিভি। এই ব্র্যান্ডের ৪২ ইঞ্চি টিভির দাম ৪৬ হাজার ৫০০ টাকা। ১৯ ইঞ্চি ১৫ হাজার ৭০০ টাকা, ২৪ ইঞ্চি ২০ হাজার ৭০০ টাকা এবং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম ২১ হাজার ৯০০ টাকা।

ওয়ালটন

দেশেই তৈরি এই টিভি দেশের বাজার ছাপিয়ে এখন রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে। সহজলভ্যতার কারণে গ্রামাঞ্চলে এই টিভির চাহিদা বেশি। ওয়ালটনের ২৪ ইঞ্চি এলইডি টিভির দাম ১০ হাজার ৮০০ টাকা। ৩২ ইঞ্চি এলইডি টিভি ১৬ হাজার ৯৯০ টাকা, ৪৩ ইঞ্চি ২৮ হাজার ৯৯০ টাকা এবং ৫৫ ইঞ্চি এলইডি টিভির দাম ৯০ হাজার ৯৯০ টাকা।

মিনিস্টার

মিনিস্টার টিভির বিক্রি শুরু ১৪ ইঞ্চি থেকে, যেটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা। ৪২ ইঞ্চি টিভি ৪৬ হাজার ৫০০ টাকা, ১৯ ইঞ্চি ১৫ হাজার ৭০০ টাকা, ২৪ ইঞ্চি ২০ হাজার ৭০০ টাকা এবং ৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম ২১ হাজার ৯০০ টাকা।

প্যানাসনিক

৩৯ ইঞ্চি এলইডি টিভির বর্তমান দাম ৩৫ হাজার টাকা। ৩২ ইঞ্চি এলইডি টিভি ২৫ হাজার ৫০০ টাকা, ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি ২৮ হাজার টাকা এবং ৩৭ ইঞ্চি এলসিডি টিভির দাম ৩৯ হাজার টাকা।

কনকা ও হাইকো

৩২ ইঞ্চি এলইডি টিভির দাম ১৮ হাজার টাকা। ৩২ ইঞ্চি এলইডি ভিন্ন মডেলের টিভির দাম ২০ হাজার ৫০০ টাকা, ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি ২২ হাজার টাকা এবং ৩২ ইঞ্চি এলইডি টিভি বিক্রি হচ্ছে ১৬ হাজার টাকা।

স্যামসাং

স্যামসাং টিভির দাম নির্ভর করে এর ডিসপ্লে প্রযুক্তি, স্ক্রিন সাইজ এবং আধুনিক সুবিধার ওপর। বাংলাদেশের বাজারে ৪০, ৪২ এবং ৪৩ ইঞ্চির টিভি সবচেয়ে জনপ্রিয়। তবে ৪৩ ইঞ্চির টিভি বেশি তৈরি করে স্যামসাং। কারণ, বাংলাদেশে এই দামের ভেতর স্যামসাং ৪৩ ইঞ্চি স্ক্রিনের টিভি মাত্র ৩৭ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। এটিতে উন্নত প্রযুক্তিসহ সব ধরনের সুবিধা আছে।

হায়ার

হায়ার ব্র্যান্ডের ৩২ ইঞ্চি টিভির দাম ১৯ হাজার ৫০০ টাকা, ৪৩ ইঞ্চি ৩০ হাজার ৫০০ টাকা এবং ৫৫ ইঞ্চি টিভির বর্তমান দাম ৫৬ হাজার ৫০০ টাকা। যদি আরও বড় পর্দায় দেখতে চান অর্থাৎ, ৬৫ ইঞ্চি টিভি কিনতে চাইলে বাজেট রাখতে হবে ৭৬ হাজার টাকার মতো।

যমুনা

যমুনার ২০ ইঞ্চি এলইডি টিভির বর্তমান দাম ৯ হাজার ৮০০ টাকা এবং ২৪ ইঞ্চি ১৪ হাজার ৯০০ টাকা। ৩২ ইঞ্চির চারটি মডেলের টিভি আছে, যার দাম পড়বে ১৮ হাজার ৮০০ থেকে ২২ হাজার ৮০০ টাকা। ৪২ ইঞ্চি টিভির দাম ৫০ হাজার টাকা। ফোরকে যমুনা ৫৫ ইঞ্চির বর্তমান দাম ৯৮ হাজার টাকা।

ভিসতা

৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড-১১ ভার্সন ২৯,৯০০ টাকা, ৪৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি অ্যান্ড্রয়েড-১১ ভার্সন ৪৭,৯০০ টাকা, ৫৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি অ্যান্ড্রয়েড-১১ ভার্সন ৮৯,৯০০ টাকা, ৬৫ ইঞ্চি ফোরকে ইউএইচডি অ্যান্ড্রয়েড-১১ ভার্সন ৯৯,৯০০ টাকার মধ্যে হলেও বিশ্বকাপ উপলক্ষ্যে সবগুলো মডেলেই হয়ে ২০% পর্যন্ত বিশেষ ছাড়।