আবাসন নির্মাতা প্রতিষ্ঠান মেগা বিল্ডার্স লিমিটেডের তিন দিনের আবাসন মেলা শেষ হয়েছে। রাজধানীর বনানীতে মেগা বিল্ডার্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ মেলা চলে গত ২৮ থেকে ৩০ নভেম্বর। মেলা উপলক্ষে প্রতি প্লটে বুকিং দিলেই মিলেছে ছাড়। এ ছাড়া মেলা চলাকালে ডাউন পেমেন্টে থাকছে আকর্ষণীয় পুরস্কার ও মূল্যছাড়। ঢাকা-ব্যাংকক-ঢাকা (২ রাত, ৩ দিন), ঢাকা-কক্সবাজার-ঢাকা (২ রাত, ৩ দিন) থাকার সুবিধা, ৪২ ইঞ্চি স্মার্ট টিভি, ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার পেয়েছেন ক্রেতারা।
মেলার উদ্বোধন করেন মেগা বিল্ডার্স লিমিটেডের সিইও শাহ্ আরিফ বিন হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর রেজা আল মুরাদ রন, পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট নাহিদ হকসহ মেগা বিল্ডার্সের অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি