সমুদ্র দেখার স্বাদ মেটানো, নাগরিক জীবনের একঘেয়েমি দূর করতে অবকাশযাপনে বহু মানুষ ছুটে যান সাগরপাড়ে। সমুদ্রের সৌন্দর্য উপভোগের সময় পর্যটকদের নজর কাড়ে সৈকতের হোটেল–রেস্তোরাঁগুলোতে পসরা বসানো নানা ধরনের খাবার। সেগুলোর মধ্যে রয়েছে সামুদ্রিক কাঁকড়া, বিভিন্ন রকমের মাছ, পেঁয়াজু ও চটপটি। এসব খাবার খেতে দোকানে ভিড় করেন ভোজনরসিক লোকজন। চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।
পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সাজিয়ে রাখা হয়েছে আকর্ষণীয় নানা খাবার।কাঁকড়া ভাজি নিয়ে বিক্রির জন্য ঘুরছে এক কিশোরসাজিয়ে রাখা হয়েছে কাঁকড়া ভাজিআকার অনুসারে এসব কাঁকড়ার দাম নেওয়া হয়বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে চিংড়ি ভাজিবানানো হচ্ছে মুরগির টিক্কাভেজে রাখা হয়েছে সামুদ্রিক সুরমা মাছপরিবেশন করা হয়েছে পেঁয়াজুরান্নার আগে ঢেকে রাখা হয়নি কাঁকড়া। বসেছে মাছিসৈকতের পাশে বসে খাওয়ার জন্য রাখা হয়েছে চেয়ার–টেবিল