শুভ সকাল। আজ ৪ নভেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই কোনো রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। বিষয়টিকে অনেকে ভালোভাবে নেননি। কেউ কেউ এ ঘটনাকে কারও কারও অতি উৎসাহ হিসেবে দেখছেন। আর তাতে শেষ বিচারে কে লাভবান বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ব্যাখ্যা-বিশ্লেষণও চলছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে। যদিও এ ঘটনায় জাতীয় পার্টি কিছুটা চাপে পড়েছে।
বিস্তারিত পড়ুন...
দেশে অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিবিদেরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন বলে একজন উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন তিনি।
বিস্তারিত পড়ুন...
আমাদের এই অঞ্চল হাজার বছরের বেশি ছিল সামন্তপ্রভুদের অধীন। তাঁরা ছিলেন বিদেশি। তাঁরা ক্ষমতা প্রয়োগ করতেন এ দেশের লোকদের সাহায্য নিয়ে। সামন্তপ্রভুরা ছিলেন ঈশ্বরতুল্য। তাঁদের মহিমান্বিত করে কাব্য করতেন একদল পোষা দরবারি কবি। সেখানে প্রভুদের বন্দনা করে বলা হতো—‘মহামহিম, আপনি না থাকলে চন্দ্র-সূর্য উঠবে না, রাজ্য যাবে রসাতলে।’
বিস্তারিত পড়ুন...
‘রবি পথ-কর্মময় ৮০’ লেখার গল্প বলতে বলতে একসময় মঞ্চের পরিবেশ অন্য রকম হয়ে ওঠে। আবুল হায়াত কাছে টেনে নিলেন স্ত্রী শিরিন হায়াতকে। সেই গল্পটা কান্নাজড়িত কণ্ঠে বললেন এভাবে, ‘আজ থেকে তিন বছর আগে চিকিৎসক বললেন, আমার ক্যানসার হয়েছে। আমি জানতে পারলাম, আমি ক্যানসার রোগী। হাসপাতাল থেকে বাসা পর্যন্ত আর কথা বলতে পারিনি।’
বিস্তারিত পড়ুন ...
মুম্বাই টেস্টে নিউজিল্যান্ড জিতেছে, এটা যেমন ঠিক, ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান পন্তও যে হারেননি, ঠিক সেটাও। মুম্বাইয়ের ‘মৃত্যুকূপ’-এ পন্ত যে ইনিংসটি খেলেছেন, সেটা বিবেচনা করলে আর যা-ই হোক, তাঁকে পরাজিতদের দলে রাখা যায় না। পন্ত আসলে কী করেছেন? তিনি যা করেছেন, এই মুহূর্তে দুনিয়ায় খুব কম ক্রিকেটারই আছেন, যা তাঁরা করতে পারেন।
বিস্তারিত পড়ুন...