তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের সরিয়ে নতুন নিয়োগ

তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে সেখানে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদে কাজল তালুকদার ও বান্দরবান জেলা পরিষদে থানজামা লুসাইকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়।

চেয়ারম্যানের পাশাপাশি তিন পার্বত্য জেলা পরিষদের আগের সদস্যদের বাদ দিয়ে ১৪ জন করে নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ২০২০ সালে রাঙামাটিতে অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়িতে মংসুইপ্রু চৌধুরী ও বান্দরবানে ক্যশৈহ্লা মারমাকে চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। পরিষদের সবাই ছিলেন আওয়ামী লীগ নেতা।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪–এর ২ (দুই) উপধারায় ক্ষমতাবলে সরকার তিন পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হলো। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে। ২০২০ সালের ১০ ডিসেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পরিষদ বাতিল করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর গত ১৯ আগস্ট ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক বসানো হয়। নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর কারণে ওই পদ শূন্য থাকায় সেখানেও প্রশাসক নিয়োগ দেয় সরকার। তবে এত দিন পার্বত্য তিন জেলার চেয়ারম্যান ও সদস্যরা বহাল ছিলেন। যদিও তাঁদের সবাই আত্মগোপনে ছিলেন।

তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা আত্মগোপনে থাকায় সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ১৯ অক্টোবর এই তিন জেলা পরিষদ পরিচালনার জন্য এসব প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তাদের প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়। তবে আর্থিক ক্ষমতা দেওয়া হয়নি তাঁদের। এতে তিন পার্বত্য জেলায় স্থবিরতা দেখা দেয়। অবশেষে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিয়ে তিন পার্বত্য জেলা পুনর্গঠন করা হলো।