সদ্যই শেষ হলো অমর একুশে বইমেলা ২০২৪। এবার অনলাইন বইমেলার আয়োজন করেছে বই বিক্রির অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকম। এ উপলক্ষে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’–এর সঙ্গে একটি যৌথ ক্যাম্পেইনের আয়োজন করেছে তারা। ‘নগদ’–এর মাধ্যমে বইয়ের সর্বোচ্চ দাম পরিশোধকারী ৩০ জন ক্রেতাকে মোট দেড় লাখ টাকার বই উপহার দেওয়া হবে। এ ছাড়া নগদের মাধ্যমে দাম পরিশোধে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত।
নগদ-প্রথমার এই ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের ডিএমডি ও সিসিও সিহাব উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে আমরা আমাদের সহকর্মীদের জন্য নগদের ছাদে প্রথমার সঙ্গে দুই দিনের বইমেলা করেছি। আমরা বিশ্বাস করি, পড়ালেখা মানুষকে ভাবতে শেখায়, বিভিন্ন সমস্যার সমাধান করতে শেখায়। আমাদের দায়বদ্ধতা থেকে এবং আরও পাঠকের হাতে বই তুলে দিতে আমরা প্রথমা ডটকমের সঙ্গে এই ক্যাম্পেইন চালু করেছি। আশা করি পাঠকেরা উপকৃত হবেন এবং বেশি বেশি বই পড়বেন।’
প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান বলেন, ‘অফলাইন বইমেলা শেষ হয়েছে, কিন্তু অনলাইন বইমেলা এখনো চলছে। মেলা চলাকালীন ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়ে দেশি প্রকাশনীর বই কেনা যাবে। মানুষকে বেশি বেশি বই পড়ানোর উদ্দেশ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নগদ। আশা করি, আমাদের যৌথ এই উদ্যোগ মানুষকে আরও বেশি বই সংগ্রহে আগ্রহী করবে।’
prothoma.com–এ আয়োজিত এ অনলাইন বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনীর বই কেনার সুযোগ মিলবে। এ ছাড়া 01730000619 নম্বরে ফোন করেও সরাসরি বই কেনা যাবে।