‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
গত সোমবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার লিন্ডসে হোয়েল হাইকমিশনার সাইদা মুনা তাসনিম হাতে এ পুরস্কার তুলে দেন।
কূটনীতিতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ নামে এ পুরস্কার প্রদান করে থাকে ব্রিটিশ সাময়িকী ডিপ্লোম্যাট।
জলবায়ু কূটনীতিতে অবদানের ২০২২ সালে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।