ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশে ইন্টারভেনশনাল পদ্ধতিতে হৃদ্‌রোগ চিকিৎসার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান
ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশে ইন্টারভেনশনাল পদ্ধতিতে হৃদ্‌রোগ চিকিৎসার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান

আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশে ইন্টারভেনশনাল পদ্ধতিতে হৃদ্‌রোগ চিকিৎসার চ্যালেঞ্জ উপস্থাপন

হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসাবিষয়ক বিশ্বের অন্যতম বড় আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। ট্রান্স-ক্যাথেটার কার্ডিওভাসকুলার থেরাপিউটিকস (টিসিটি)–২০২৪ শীর্ষক এই সম্মেলনে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ইন্টারভেনশনাল হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান।

বাংলাদেশের রোগীদের ইন্টারভেনশনাল পদ্ধতিতে হৃদ্‌রোগের চিকিৎসা করতে গিয়ে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, এ বিষয়ে দুজন রোগীর চিকিৎসাপদ্ধতি সম্মেলনে উপস্থাপন করেন আফজালুর রহমান। বাংলাদেশের ইন্টারভেনশনাল হৃদ্‌রোগ চিকিৎসাপদ্ধতির ব্যাপক উন্নতি এবং তা আন্তর্জাতিক মানের হওয়ায় বিশ্ব ইন্টারভেনশনাল হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সম্প্রদায় আফজালুর রহমানকে অভিনন্দন জানান। এই সম্মেলনে তিনি কয়েকটি সেশন পরিচালনা করেন এবং কয়েকটি সেশনের প্রধান আলোচকের ভূমিকাও পালন করেন।

আফজালুর রহমান ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক ও অধ্যাপক। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়মিত হৃদ্‌রোগীদের ইন্টারভেনশনাল পদ্ধতির সব চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘দেশের হৃদ্‌রোগ চিকিৎসার সব দিক এখন আন্তর্জাতিক মানের। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। প্রশিক্ষণ ও গবেষণাতেও আমরা পিছিয়ে নেই। এবারের টিসিটি সম্মেলনে আমি সেটাই উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে, আমাদের তরুণ চিকিৎসকদের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হতে হবে এবং তাঁদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’