চালক-সহকারী গেলেন ভাত খেতে, বাসে আগুন দিল দুর্বৃত্তরা

চট্টগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে বাসের পেছনের দিকের কয়েকটি আসন
ছবি: পুলিশের সৌজন্যে

বিএনপিসহ বিরোধী দলগুলোর অবরোধের মধ্যে চট্টগ্রামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে নগরের হালিশহর শান্তিবাগ এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান। তিনি প্রথম আলোকে বলেন, সড়কের পাশে বাসটি রেখে চালক ও তাঁর সহকারী ভাত খেতে হোটেলে যান। তখন কয়েকজন লোক বাসটির পেছনে আগুন লাগিয়ে দেন। চালক ও সহকারীসহ স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ কর্মকর্তা নিহাদ আদনান আরও বলেন, আগুনে বাসটির পেছন দিকের কয়েকটি আসন পুড়ে যায়। বাসে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।