শুভসন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল তামিমের সঙ্গে ‘বিচ্ছেদ’ নিয়ে নতুন যা বললেন সাকিব— প্রতিবেদনটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি ও বিনোদনের নানা খবর আছে। অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
সকালে পুত্র সন্তানের মা হয়ে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছিলেন মাহবুবা নাজমিন। স্ট্যাটাসে উচ্ছ্বাস জানিয়ে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের মা হলাম।’ পরিবারে নতুন মুখের আগমনে সবার মধ্যেই ছিল খুশির আমেজ। নাজমিনের স্বামী মো. রিমন দুবাই প্রবাসী। সেখানে বসে তিনিও সন্তান জন্মের আনন্দে শামিল হয়েছিলেন। বিস্তারিত পড়ুন...
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেপিয়ার ঘাস খাওয়ার পর একটি খামারের ষাঁড়, গাভি, বাছুরসহ ২৭টি গরুর মৃত্যু হয়েছে। রোববার থেকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযিদ অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। এ ছাড়া খামারটির আরও বেশ কয়েকটি গরু অসুস্থ আছে। বিস্তারিত পড়ুন...
১৯১৩ সালের ১১ জুন। দিনটি ছিল বুধবার। কনস্টান্টিনোপলে (বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল) ওসমানি সাম্রাজ্যের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে যাচ্ছিলেন গ্র্যান্ড ভাইজার (প্রধানমন্ত্রীর সমকক্ষ) মাহমুদ শেবকাত পাশা। পথে আততায়ীর গুলিতে খুন হন। বিস্তারিত পড়ুন...
‘মামাবাড়ির আবদার’ কথাটি আমাদের বাংলা ভাষায় যথেষ্ট পরিচিত। তবে বিশ্বের অন্যান্য দেশের ভাষায় ঠিক এ রকম অভিব্যক্তি প্রচলিত কি না, তা আমার সঠিক জানা নেই। ইউরোপের বিভিন্ন দেশ এবং সেসব দেশের প্রতিষ্ঠিত আধিপত্যের বিভিন্ন অঞ্চলে ঠিক এ রকম অভিব্যক্তি যে নেই, তা হলফ করে বলা যায়। বিস্তারিত পড়ুন...
গত বছর ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথা না বলার ব্যাপারটি সামনে টেনে এনেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বলেছিলেন, ড্রেসিংরুমে সাকিব-তামিমের মধ্যে কথা হয় না। স্পর্শকাতর এ বিষয় নিয়ে তার পর থেকেই শুরু হয় আলোচনা। তামিম এরপর সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। বিস্তারিত পড়ুন...