রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা আবেদন এবার আপিল বিভাগে খারিজ হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন আজ মঙ্গলবার আবেদনটি খারিজ করে আদেশ দেন। আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।
আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘ইসির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ইসির প্রজ্ঞাপনটি বহাল থাকছে।’
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন নিয়ে পৃথক দুটি রিট হয়। শুনানি নিয়ে ১৫ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট দুটি সরাসরি খারিজ করেন।
ইসির প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে ৭ মার্চ একটি রিট করেন আইনজীবী আজিজ খান। আর রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা-সংক্রান্ত ইসির প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী ১২ মার্চ অপর রিটটি করেন।
রিট খারিজ করে হাইকোর্টের আদেশের পর ইসির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আইনজীবী আজিজ খান। আজ আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
চেম্বার আদালতে আবেদনের পক্ষে এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম ও সায়েম মোহাম্মদ মুরাদ।
ইসির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা আবেদন চেম্বার আদালত খারিজ করে দিয়েছেন জানিয়ে এম এ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশ পেয়ে নিয়মিত লিভ টু আপিল করা হবে।’
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করার কথা।