কোটা সংস্কার আন্দোলন

শিক্ষার্থীদের ওপর হামলার কঠোর নিন্দা অ্যামনেস্টির

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হামলার এসব ঘটনায় কয়েক শ শিক্ষার্থী আহত হয়েছেন।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ নিন্দা জানায়।

অ্যামনেস্টি বলেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের নিরাপত্তা ও আহত সবার যথাযথ চিকিৎসা অবিলম্বে নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে তারা।

অ্যামনেস্টি বলেছে, নাগরিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ ও আরও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সুরক্ষায় বাংলাদেশ সরকারকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং নিজস্ব সংবিধান মেনে চলার বাধ্যবাধকতা সমুন্নত রাখতে হবে।

পোস্টে বলা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার যে ধরন দেখা যাচ্ছে, এর সঙ্গে অতীতে অ্যামনেস্টির নথিভুক্ত করা সহিংসতার মিল রয়েছে। সহিংসতায় সাধারণ পোশাকে লোকজন হাতুড়ি, লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দিচ্ছেন ও মারধর করছেন।

অ্যামনেস্টি বলেছে, নাগরিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ ও আরও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সুরক্ষায় বাংলাদেশ সরকারকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং নিজস্ব সংবিধান মেনে চলার বাধ্যবাধকতা সমুন্নত রাখতে হবে।