বইয়ের মেলা প্রাণের মেলা

মেঘলা দিনের মেলায় বাড়ল ভিড়

পরানচুল্লি মোহিত কামাল বিদ্যাপ্রকাশ
পরানচুল্লি
মোহিত কামাল
বিদ্যাপ্রকাশ

এখন কোনো দিন একটু রোদ ওঠে, কোনো দিন আবার মেঘে-কুয়াশায় আচ্ছন্ন। শীতের মাত্রায় কিছু তারতম্য হয়। মাঘের শেষ দিনগুলো এভাবেই কাটছে রাজধানীতে। গতকাল মঙ্গলবার মেঘলা দিনে শীতের প্রভাব খানিকটা বেড়েছিল। গ্রন্থানুরাগীর ভিড়ও বেড়েছিল বইমেলায়।

অফিস শেষে মেলায় এসেছিলেন মো. ওমর ফারুক। ইউপিএলের স্টলে বই বাছাই করছিলেন তিনি। বেশ কিছু বই কিনেও ফেলেছেন বিভিন্ন স্টল থেকে। কথাপ্রকাশ থেকে কিনেছেন সিরাজুল ইসলাম চৌধুরীর সাতচল্লিশের দেশভাগ, শ্রেষ্ঠ প্রবন্ধ কিনেছেন কাজী আবদুল ওদুদ আর আহমদ শরীফের। মাওলা ব্রাদার্স থেকে হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প, প্রথমা থেকে আনিসুল হকের উপন্যাস কখনো আমরা মাকে এসব। তিনি বলেন, কাজের চাপে আগের মতো সময় পান না। তবু ছাত্রজীবন থেকে যে পাঠাভ্যাস তৈরি করেছেন, সেই তাগিদেই মেলায় আসা। আর পছন্দের বই কেনা।

মো. ওমর ফারুক জানান, তিনি সরকারের সচিব। এখন দায়িত্ব পালন করছেন শাহবাগের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে।

আবহাওয়া বেশ মনোরম থাকায় গতকাল মেলায় গ্রন্থানুরাগীর উপস্থিতিও বেড়েছিল। আগের দিনের চেয়ে বেড়েছে বিক্রিও। বিদ্যাপ্রকাশের স্টলে জনপ্রিয় কথাসাহিত্যিক ও বিশিষ্ট মনোরোগ চিকিৎসক মোহিত কামালকে তাঁর নতুন উপন্যাস পরানচুল্লিতে অটোগ্রাফ দিতে দেখা গেল।

রাত্রিশেষের গান উম্মে ফারহানা প্রথমা প্রকাশন

নতুন বই

মেলায় নতুন বইয়ের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গতকাল তথ্যকেন্দ্র জানায়, নতুন বই এসেছে ১০৮টি। প্রথমায় নতুন এসেছে উম্মে ফারহানার উপন্যাস রাত্রিশেষের গান। স্টলের ব্যবস্থাপক জাকির হোসেন জানান, গতকাল ইবনে ইসহাকের লেখা ও শহীদ আখন্দ অনূদিত মহানবী (সা.)–এর প্রথম প্রামাণ্য জীবনী সিরাতে রসুল (সা.), মতিউর রহমান সম্পাদিত পরিবর্ধিত নতুন সংস্করণের একাত্তরের মুক্তিযুদ্ধ শত্রু ও মিত্রের কলামে, কাজী জাওয়াদ অনূদিত শ্রীনাথ রাঘবনের ১৯৭১ বাংলাদেশ সৃষ্টির বৈশ্বিক ইতিহাস বইগুলো ভালো চলেছে।

এ ছাড়া নতুন বইগুলোর মধ্যে আগামী প্রকাশনী এনেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রথাবিরোধী লেখক হ‌ুমায়ূন আজাদের সব কটি লেখার সংগ্রহ রবীন্দ্রনাথ, শিলালিপি এনেছে মনজুরুল আহসান বুলবুলের অনুসন্ধানী গ্রন্থ পনেরো আগস্টের নেপথ্য কুশীলব। ঐতিহ্য এনেছে হামিদ রায়হানের গবেষণাগ্রন্থ উত্তরৌপনিবেশিক সত্য-মিথ্যা পশ্চিমের জ্ঞানবাণিজ্য, রেনেসাঁ এনেছে রওনাকুর রহমান সম্পাদিত ডাকাতি নিয়ে বিখ্যাত লেখকদের গল্পসংকলন ডাকাত সমগ্র, ইউপিএল এনেছে ক্যানসার–লড়াকুদের বয়ান নিয়ে বই এখানে থেমো না।ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ

ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ

ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ

প্রথমা প্রকাশন এনেছে মির্জা হাসান, আসিফ নজরুল, শরীফ ভূঁইয়া সম্পাদিত ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ বইটি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি ও স্বাধীন রাষ্ট্র হিসেবে অভিযাত্রা নিয়ে এই বই। ড. কামাল হোসেন ইতিহাসের ওই গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। তাঁর অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় উঠে এসেছে বইটিতে।

সম্পাদক পরিচিতি: ড. মির্জা হাসান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক।

আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

শরীফ ভূঁইয়া, এলএলএম ও পিএইচডি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। সুপ্রিম কোর্টের আইনজীবী।

ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে: ০১৭৩০০০০৬১৯