কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগ ও পুলিশের সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে দলটি এ নিন্দা জানায়।
সরকারের দম্ভই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রামে নিহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগের। ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এসব বেপরোয়া হামলা চালাচ্ছেন।
কোনো কোনো স্থানে পুলিশি হামলা, আবার কোথাও কোথাও পুলিশের নির্বাক দর্শক হয়ে থাকার তীব্র নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে।
সিপিবি মনে করে, কোটাব্যবস্থার সংস্কার সময়ের দাবি এবং তা নিয়মিতভাবেই অব্যাহত রাখতে হবে। এ জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এটা করার জন্য একটি কমিশন গঠন করতে পারে। এটার মাধ্যমে আলাপ-আলোচনার মধ্য দিয়েই সংস্কারের কাজটি শুরু করা যায়।
বগুড়া, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সিপিবি।