ইয়াং মিডিয়া ফেলোশিপ

তরুণ, প্রতিশ্রুতিশীল ও পেশাদার সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইড সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ মিডিয়া ফেলোশিপ কর্মসূচির তৃতীয় পর্ব ঘোষণা করেছে। আজ সোমবার তাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচিটি শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের (সিডব্লিউআইএস) আওতায় গণমাধ্যমকর্মীদের জলবায়ু পরিবর্তন ও ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সংক্রান্ত বিষয়গুলোয় গভীরভাবে অনুসন্ধানে অনুপ্রাণিত ও সহায়তা করবে।

‘ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩’-এর মূল লক্ষ্য তরুণ জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তন, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসংক্রান্ত চ্যালেঞ্জ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবহিত করা, এ ব্যাপারে নিত্যনতুন ধারণা বিনিময় ও সচেতনতা বৃদ্ধি।

এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩-এ আর্থিক অনুদান থাকছে ৬০ হাজার টাকা। নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে মোট ১০ জন ফেলো এ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। ফেলোশিপ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং বাংলা ট্রিবিউনের বিশেষ সংবাদদাতা উদিসা ইসলাম এই ফেলোশিপে মেন্টর হিসেবে থাকবেন।

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর ২০২২। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে

এ ছাড়া মিডিয়া ফেলোশিপ প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানা যাবে wateraidbangladesh@wateraid.org