সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও তিনটি থানা–উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। গত সোম ও গতকাল মঙ্গলবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এসব কমিটি অনুমোদন করেছেন। সর্বশেষ ঘোষিত এসব কমিটির সব কটিই ঢাকার বাইরের থানা–উপজেলায়।
জাতীয় নাগরিক কমিটির নতুন কমিটিগুলোর মধ্যে সোমবার (৯ ডিসেম্বর) কক্সবাজার জেলার সদর থানায় ১৩৬ সদস্যের এবং মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ৭৮ সদস্যের ও নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় ৭৮ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে।
গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তারের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ এখন পর্যন্ত দেশের ৪৭টি থানা ও উপজেলায় তারা প্রতিনিধি কমিটি করেছে। এর মধ্যে ঢাকায় ১৯টি থানা পর্যায়ে, বাকি ২৮টি থানা–উপজেলা ঢাকার বাইরের। প্রতিনিধি কমিটিগুলো আগামী ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা একটি তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে জাতীয় নাগরিক কমিটি। চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা।