বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, সরকার শুধু বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে সরকারে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশ আওয়ামী লীগসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। এ বিষয়ে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়েছে রিটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমসহ তিনজন আবেদনকারী হয়ে এই রিট করেছেন।
বিষয়টিকে সরকার সমর্থন করে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এটি যেহেতু বিচারাধীন বিষয়, তাই এ বিষয়ে তাঁরা মন্তব্য করবেন না।
আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ গণভবন পরিদর্শনে গিয়েছিলেন। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা উপস্থিত সংশ্লিষ্ট উপদেষ্টা ও কর্মকর্তাদের গণভবনকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের জাদুঘর নির্মাণের কাজ যত দ্রুত করা যায়, সে জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত হয়। এরপর এক দিন শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণভবন পরিদর্শন করেন। তখন তথ্য উপদেষ্টা বলেছিলেন, জাদুঘরে রূপান্তরের পর গণভবনে ছাত্র-জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নিপীড়নের চিত্রও থাকবে।
আজকের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান, নির্যাতনের অন্যান্য বিষয়ের পাশাপাশি এখানে যাতে ‘আয়নাঘর’–এর (গুম করে রাখার স্থান) রেপ্লিকা রাখা হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে এই জাদুঘর পরিদর্শনের সময়ও মানুষ আয়নাঘরের নির্যাতনের বিষয়ে জানতে পারেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস উইংয়ের কর্মকর্তারা জানান, গুমের বিষয়ে তদন্ত কমিশন কাজ করছে। এ জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কেউ দায়ী থাকলে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ বিষয়ে আগের একটি অবস্থান আছে। এ নিয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা কথা বলেছেন যে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা হবে। এই পরামর্শকমূলক আলোচনায় কী সিদ্ধান্ত হয়, সেটি পরে জানানো হবে।