ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে পেছনের আরেকটি সিএনজিচালিত অটোরিকশার চাপায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম বেলাল হোসেন (৫০)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর বদরপুর গ্রামের শফি উল্যাহর ছেলে। রোববার রাত ১০টায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার গোবিন্দপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দ্রুতগতির অটোরিকশাটি কাত হলে অটোরিকশার চালকের পাশের আসনে বসা যাত্রী বেলাল হোসেন ছিটকে সড়কের ওপর পড়ে যান। তখন পেছন থেকে আসা একটি অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।