ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন কেমন হবে, সে বিষয়ে বিশেষ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট চার সদস্যের সমন্বয়ে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষকে ছাত্ররাজনীতির প্রকৃতি ও ধরন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দেবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। এতে বলা হয়, উপাচার্য নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের কমিটিতে প্রয়োজনে আরও তিনজন সদস্যকে কো–অপ্ট (যুক্ত) করা যাবে।
ক্যাম্পাসে রাজনীতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল মতিনকে। কমিটির সদস্য হিসেবে আছেন বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, পিএসসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জেড এন তাহমিদা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা।