জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

জ্বালানি ও সেতু বিভাগে নতুন সচিব, এক সচিব ওএসডি

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সেতু বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বর্তমান সচিব মো. নুরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশ হওয়া অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে সেতু বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। পদাধিকার বলে তিনি সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্বও পালন করবেন।

এদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. রুহুল আমিন খানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে তিনি আগের পদেই দায়িত্ব পালন করবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসনে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরপরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় অন্তর্বর্তী সরকার। ১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছিল। কোনো কোনো কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। আবার অনেক কর্মকর্তাকে ওএসডি করা হয়।