আগামী মাসে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্যাংককে অনুষ্ঠেয় সেই সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান। প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত নিউইয়র্ক সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি। কারণ, আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউইয়র্কে পৌঁছেছেন, তার আগের দিন ফিরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী।’ তৌহিদ হোসেন জানান, ‘আগামী মাসে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। সে সময় বিমসটেকের সম্মেলনে হবে। তবে প্রত্যাশিত তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে নভেম্বরে হবে (বৈঠক), সেখানে হয়তো দ্বিপক্ষীয় যোগাযোগ হবে। এ ছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ আছে, সেটা সমাধানের চেষ্টা করব।’
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, উভয় পক্ষই জোরদার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।
তৌহিদ হোসেন বলেন, ‘আমরা একমত যে সুসম্পর্ক স্থাপন করা বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি জানান, তাঁরা ভারতে ভ্রমণকারী বাংলাদেশিদের ভিসাপ্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ভিসা ব্যবস্থা শিগগিরই পুনরায় চালু হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে।
তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমি তাঁকে (ভারতের পররাষ্ট্রমন্ত্রী) আশ্বস্ত করেছি যে নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অন্য কোনো দেশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি।’