উপরে বাঁ থেকে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও সাংবাদিক কামাল আহমেদ; নিচে বাঁ থেকে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ও শিরীন পারভীন হক
উপরে বাঁ থেকে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও সাংবাদিক কামাল আহমেদ; নিচে বাঁ থেকে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ও শিরীন পারভীন হক

আরও চার সংস্কার কমিশনের ঘোষণা

স্বাস্থ্য, গণমাধ্যমসহ আরও চারটি বিষয়ে সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এই চার কমিশনের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ, শ্রমিক অধিকারবিষয়ক সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ও নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরীন পারভীন হক।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই চার কমিশনের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা জানিয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এসব কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে।