‘দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে বাংলাদেশকে গর্বিত করায়’ ছাত্র–জনতাকে অভিবাদন জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে রাষ্ট্রকে গড়তে হবে।
অন্যদিকে দেশের মানুষ অভূতপূর্ব রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, দেশের মানুষ কোনো ফাঁদে পা দেবে না।
আজ বুধবার মাহফুজ আলম ও শফিকুল আলম নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আলাদা পোস্টে এ কথা বলেন। চট্টগ্রামে গতকাল মঙ্গলবার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনার পর বড় কোনো অস্থিরতা তৈরি না হওয়ার পরিপ্রেক্ষিতে তাঁরা এই পোস্ট দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ চলাকালে গতকাল সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন।
ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। পাশাপাশি সবাইকে শান্ত থাকা ও সম্প্রীতি বজার রাখার আহ্বান জানানো হয়। সরকারের উপদেষ্টারাও সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। পরে দেশে বড় কোনো অস্থিরতা হয়নি।
মাহফুজ আলম লিখেছেন, ‘দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারও ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশা আল্লাহ।’
‘আমাদের ব্যক্তি ও সমষ্টির “শক্তি” সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যেকোনো বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে। আমরা আর কলোনাইজেবল (উপনিবেশযোগ্য) হব না।’—লিখেছেন মাহফুজ আলম।
উপদেষ্টা আরও লিখেছেন, ‘বিশেষ ধন্যবাদ প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতাদের প্রাপ্য। আপনারা এ গণ–অভ্যুত্থানের পক্ষে বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্মবর্ণ, লিঙ্গ–নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে।’
মাহফুজ আলম আরও বলেন, ‘হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহীদানসহ শহীদ আলিফের (আইনজীবী সাইফুল ইসলাম) শাহাদাত অর্থবহ হয়ে উঠবে।’
মানুষ ফাঁদে পা দেবে না: প্রেস সচিব
শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, গতকাল মঙ্গলবার দেশের মানুষ; রাজনৈতিক, ধর্মীয় ও নাগরিক সমাজ এবং স্থানীয় ও বিদেশে অবস্থানরত প্রভাবশালী বাংলাদেশিরা অভূতপূর্ব রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি লেখেন, ‘এখনো কিছু বিষয়ে উত্তেজনা থাকলেও আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা মাথা উঁচু করে কঠিন এই পরীক্ষাও উতরে যাব।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও লিখেছেন, ‘স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী ও ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের পাতা ফাঁদে বাংলাদেশের মানুষ কখনো পা দেবে না। দেশের মানুষের বৈপ্লবিক চেতনা যে দারুণভাবে জ্বলজ্বল করছে, সেটা বেশ স্পষ্ট। এটা কয়েক দশক ও শতক ধরে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’