শুভ সকাল। আজ ১৪ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত কিছু খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। তাই আজকের দিন শুরু করুন প্রথম আলো অনলাইনের আলোচিত কয়েকটি খবর পড়ে।
পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। এ ক্ষেত্রে ২৭ জুন থেকে এই ছুটি শুরু করার পক্ষে কমিটি। মন্ত্রিসভা এই সুপারিশ অনুমোদন দিলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এই ছুটির পরদিনই ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন। ফলে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ গ্রহণ করা হলে এবারের ঈদের ছুটি হবে বাস্তবে পাঁচ দিন। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।
বিস্তারিত পড়ুন:
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। গত সোমবার তাঁকে এ পাস দেওয়া হয়েছে। এই ট্রাভেল পাসের শর্ত অনুযায়ী তিন মাসের মধ্যে তাঁকে দেশে ফিরতে হবে। গতকাল ফোনে প্রথম আলোকে এ তথ্য জানান সালাহ উদ্দিন আহমদ।
বিস্তারিত পড়ুন:
আগামী কয়েক দিনের মধ্যেই বেলারুশে মিত্র রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বেল্টার খবরে এ তথ্য জানানো হয়। গতকাল লুকাশেঙ্কো বলেন, মিনস্ক অস্ত্র রাখতে প্রস্তুত। কয়েক দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, অস্ত্রগুলো আগামী ৭ থেকে ৮ জুলাইয়ের মধ্যে মোতায়েন করা হবে।
বিস্তারিত পড়ুন:
এক ‘রূপবান’ চলচ্চিত্র দিয়েই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন সুজাতা। শতাধিক চলচ্চিত্রের এই অভিনেত্রী একাধারে পরিচালক ও প্রযোজক। কয়েক বছর ধরে লেখালেখিও করছেন। তবে বয়সের কারণে এখন আর কোনো কিছুতেই আগের মতো নিয়মিত নন। রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় ভাড়া বাসায় ছিলেন। দেশের চলচ্চিত্রের বরেণ্য এই অভিনেত্রী ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে আবাসনের ব্যবস্থা করতে অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা সুজাতা আজিমকে পুরান ঢাকার ওয়ারীতে থাকার জন্য গতকাল জমিসহ একটি বাড়ি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এটি একটি অর্পিত সম্পত্তি।
বিস্তারিত পড়ুন:
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটকে রক্ষা করতে কয়েকটি বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছে। এর মধ্যে আছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে প্রথম একাদশে বিদেশি ক্রিকেটারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো দেশের ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার সময় ওই দেশের ক্রিকেট বোর্ড যেন অর্থলাভ করতে পারে, সেই ব্যবস্থাও করতে যাচ্ছে আইসিসি। ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে এসব।
বিস্তারিত পড়ুন: