সন্ধ্যায় পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। গতকাল ২৯৮ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। নির্বাচন–সংক্রান্ত একাধিক খবর আজও প্রকাশিত হয়েছে। গতকাল থেকেই বিপুল পাঠকের আগ্রহ দেখা যাচ্ছে এসব খবরে। আজ ছিল বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা সপ্তম দফার অবরোধের শেষ দিন। আজ বিএনপি আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আন্তর্জাতিক অঙ্গনে গাজা–সংক্রান্ত একাধিক প্রতিবেদন আছে। এর পাশাপাশি অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলো হয়তো আপনার চোখ এড়িয়ে যেতে পারে। তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

আওয়ামী লীগের মনোনয়ন: বাদ পড়লেন ৭১ সংসদ সদস্য

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের প্রার্থী তালিকায় এত বড় পরিবর্তন আর হয়নি। এ ছাড়া প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন ৬৫ জন। বিস্তারিত পড়ুন...

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক বিএনপির

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সপ্তম দফায় বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শেষ হচ্ছে। দলটি এ সপ্তাহেই আবার সারা দেশে এক দিনের অবরোধ ও এক দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করল। বিস্তারিত পড়ুন...

নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে।’ বিস্তারিত পড়ুন...

বিসিবি সভাপতিকে কী বলেছেন তামিম

বিসিবি সভাপতির সঙ্গে তামিমের এ ছবিটি পুরোনো। আজ বিসিবি সভাপতির বাসায় গিয়েছিলেন তামিম

তামিমের সাক্ষাতের কারণ নিয়ে নাজমুল বলেছেন, ‘তামিম দু–তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে লাস্ট ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না, আপনাকে আমি অনেক কিছু বলতে চাই।’ বিস্তারিত পড়ুন...

কোনো কোনো তারকার আচরণ কেন অশোভন হয়ে উঠেছে, মনোরোগ চিকিৎসকেরা কী বলেন

তারকারা সবাই মিলে একটি পরিবার, একটা সময় এমনটিই বলা হতো

হেলাল উদ্দিন আহমেদ আরও বলেন, ‘এ ছাড়া অনেকেই রয়েছেন, দ্রুত অন্যের সামনে নিজেকে প্রকাশ করতে চান। তাঁরা শিল্প বুঝতে চান না। সেই মানসিকতা থেকে অনেক সময় তাঁরা অন্যকে নিচু করে, অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে নিজেকে আলোচনায় রাখতে চান।’ বিস্তারিত পড়ুন...