শর্ত না মানা এবং রাজস্ব বকেয়া শোধ না করায় ৩টি আইজিডব্লিউর অপারেটরের শতভাগ কল ব্লক করার নির্দেশ দিয়েছে বিটিআরসি। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ায় এবং নবায়ন না করায় ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা।
গতকাল মঙ্গলবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক স্বাক্ষরিত নোটিশে কল ব্লকের এ নির্দেশনা জারি করা হয়। আইজিডব্লিউ অপারেটর তিনটি হচ্ছে গ্লোবাল ভয়েস টেলিকম লিমিটেড, রুটস কমিউনিকেশন লিমিটেড এবং ফার্স্ট কমিউনিকেশন লিমিটেড।
বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, আইজিডব্লিউ লাইসেন্সিং গাইডলাইন এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী আন্তর্জাতিক ইনকামিং–আউটগোয়িং কলগুলো সমভাবে সব আইওএস এবং আইসিএক্সের মধ্যে না পাঠানো, রাজস্ব ভাগাভাগি বাবদ কমিশনের বকেয়া এবং অপারেটরদের পাওনা পরিশোধ না করায় এই তিন অপারেটরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের শতভাগ কল ব্লকের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে গতকাল পৃথক আরেকটি নির্দেশনা জারি করেছে বিটিআরসি। কমিশনের লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক নোটিশে গতকাল ৩৩৪ কোম্পানির লাইসেন্স বাতিলের কথা জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, এই ৩৩৪টি লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং ইতিমধ্যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট গাইডলাইনের বিধান অনুযায়ী বাতিলযোগ্য হওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
বিটিআরসি বলেছে, বাতিল করা এসব লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অধীনে যেকোনো কার্যক্রম অবৈধ এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে। বাতিল লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল সনদ কমিশনে জমা দিয়ে কমিশনের পাওনা বকেয়া থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।