চট্টগ্রাম নগরে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসীম উদ্দিন এই রায় দেন। ১৯ বছর আগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী নিহত হন। দণ্ডিত দুজন হলেন মো. হাছান ও আবু বক্কর।
আদালতের বেঞ্চ সহকারী নেছার আহমেদ প্রথম আলোকে বলেন, আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আরেকটি ধারায় দুজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি হাছান উপস্থিত ছিলেন। তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। পলাতক হয়েছেন আবু বক্কর।
আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ১৩ আগস্ট রাতে কাজল চৌধুরী বাসায় ফেরার পথে নগরের কোতোয়ালি সিরাজদ্দৌল্লা রোডে একটি অটোরিকশায় করে এসে চার ছিনতাইকারী তাঁর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় বাধা দিলে তারা কাজল চৌধুরীকে ছুরিকাঘাত করে। তার হাতে থাকা ব্যাগের মধ্যে ওষুধ বিক্রির ২৭ হাজার ৩৭০ টাকা ছিল। ঘটনাস্থল বাসার অদূরেই ছিল। কাজলকে বাঁচাতে বাসার নিরাপত্তাকর্মী আবদুল লতিফ ও কাজলের ভাই উজ্জ্বল চৌধুরী এগিয়ে আসেন। ওই সময় ছিনতাইকারীরা তাঁদের ছুরি দিয়ে আঘাত করেন। তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় কাজল চৌধুরীর মৃত্যু হয়। এ ঘটনায় কাজলের স্ত্রী রত্না চৌধুরী বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। একই বছরের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১৯ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।