পুরকৌশল বিভাগের অবকাঠামোগত প্রকৌশল (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং) বিষয়ে দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। বর্তমানে চলছে প্রতিযোগিতার নিবন্ধন পর্ব।
নিবন্ধন বিষয়ে শিক্ষার্থীদের অবগত করতে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ে (ইউসিটিসি) অনুষ্ঠিত হয়েছে অ্যাকটিভেশন পর্ব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ পর্বের আয়োজন করা হয়।
চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিশানের সঞ্চালনায় অ্যাকটিভেশন পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিযোগিতার সমন্বয়ক মো. নূরুজ্জামান নাদিম। এরপর বড় পর্দায় দেখানো হয় ইন–জিনিয়াসের প্রামাণ্যচিত্র। পরে ইন-জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি উপস্থাপন করেন। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।
কথামালা পর্বে ইউসিটিসির পুরকৌশল বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ঋত্বিক নাথ বলেন, এ প্রতিযোগিতায় প্রকৌশলবিদ্যার নানা খুঁটিনাটি উঠে আসবে। শিক্ষার্থীরা পাস করে বের হয়ে যাওয়ার আগেই প্রকৌশল জ্ঞান প্রয়োগ করার ব্যাপারে দক্ষ হয়ে উঠবেন।
কথামালার পর ঋত্বিক নাথের হাতে প্রথম আলোর পক্ষ থেকে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের জন্য শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয়, চতুর্থ ও সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বর্তমানে নিবন্ধন কার্যক্রম চলছে। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের এই লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ২০ মে।