চট্টগ্রাম যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম। আজ চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে
চট্টগ্রাম যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম। আজ চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে

চট্টগ্রামে কেন্দ্রীয় সভাপতি

যুবদলের নেতা–কর্মী অপকর্মে জড়িত হলে কঠোর ব্যবস্থা

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম বলেছেন, যুবদলের কোনো নেতা-কর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে নগর যুবদল।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম বলেন, ‘দলে কোনো দুষ্কৃতকারীকে ঠাঁই দেওয়া হবে না। জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কীভাবে পালিয়ে গেছেন কিংবা পালাতে গিয়ে ধরা খেয়েছেন, তা দেশবাসী দেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, তাদের ভালোবাসা অর্জন করুন।’

চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন, রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী প্রমুখ।