রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিচ্ছেন জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। আজ দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেনের কার্যালয়ে
রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিচ্ছেন জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। আজ দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেনের কার্যালয়ে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেএসএস নেতা ঊষাতন

রাঙামাটি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে সরে দাঁড়ালেন জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ ঊষাতন তালুকদার। আজ শুক্রবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনে কাছে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। তাঁর আবেদনটি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে সাংবাদিকদের ঊষাতন তালুকদার বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ও দলীয় সিদ্ধান্তে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম।’

এ আসনে আরও চারজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, জাতীয় পাটির প্রার্থী মো. হারুনুর রশিদ মাতব্বর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান। ঊষাতন তালুকদার প্রার্থিতা প্রত্যাহারের পর এ আসনে আওয়ামী লীগের শক্ত প্রতিপক্ষ নেই বলে জানান রাঙামাটির রাজনীতিসংশ্লিষ্টরা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, ঊষাতন তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর আবেদনটি গ্রহণ করা হয়েছে। বর্তমানে এ আসনে চারজন প্রার্থী রয়েছেন।