সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বগুড়া শহরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত হওয়ার খবরটি। পাশাপাশি কোটা বাতিলের দাবিতে আন্দোলনের ফলে সৃষ্ট যানজটে ঢাকা অচল হয়ে পড়ার খবরগুলোতে পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, চিৎকার-কান্না শুনে জ্ঞান হারিয়ে ফেলি’

বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকা থেকে গতকাল রোববার বিকেলে রথযাত্রা বের হয়েছিল
ফাইল ছবি

সেউজগাড়ি আমতলা মোড় অতিক্রম করার সময় হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। পেছনে তাকিয়ে দেখি, রথ ধরে থাকা বহু মানুষ ঝাঁকুনি খেয়ে ছিটকে পড়েছেন সড়কে। চিৎকার, কান্না, আহাজারি। এরপর জ্ঞান হারিয়ে ফেলি।’ কথাগুলো বলছিলেন বগুড়া শহরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনার প্রত্যক্ষদর্শী মিতালী রানী পাল। বিস্তারিত পড়ুন...

শাহবাগ–সায়েন্স ল্যাবসহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা না রাখার দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধে শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড় ও গুলিস্তান জিরো পয়েন্টসহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বিস্তারিত পড়ুন...

ফ্রান্সের নির্বাচনে জয়ী বাম জোট, হতে পারে ঝুলন্ত পার্লামেন্ট

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পর জনগণের উল্লাস

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালিকে (আরএন) দ্বিতীয় দফার নির্বাচনে ঠেকিয়ে দিয়েছে বামপন্থী জোট। আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা গেছে, বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) নির্বাচনে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে। আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালির (আরএন) অবস্থান তৃতীয়। বিস্তারিত পড়ুন...

ব্যালন ডি’অরের অঙ্কে নতুন মোড়

এ বছর অক্টোবরে দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার

সামনের এক সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা, একই দিনে সমাপ্তি ঘটবে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপেরও। আন্তর্জাতিক ফুটবলে মৌসুমের সেরা দুটি টুর্নামেন্টের শেষবেলায় ব্যালন ডি’অরের অঙ্কটা পাল্টে যাচ্ছে, সেটা টের পাচ্ছেন তাঁরা? বিস্তারিত পড়ুন...

ইরানের পরমাণু প্রকল্প ধ্বংসে কেন এত উদ্‌গ্রীব তিনি

ইসরায়েলি ইতিহাসবিদ বেন্নি মরিস

কয়েক বছর ধরেই ইসরায়েলি ইতিহাসবিদ বেন্নি মরিস ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন। আর সাম্প্রতিক কালে তিনি কোনোরকমে রাখঢাক না করেই ইরান আক্রমণ করার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...